Sunday, 14 June 2020

করোনা থেকে সেরে উঠতে লাগল সাড়ে ৯ কোটি টাকা

ওয়েব ডেস্ক ১৪ই জুন  ২০২০:করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি, সুস্থ হতে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু হাসপাতালের চিকিতসাবাবদ খরচ এসেছে সাড়ে ৯ কোটি টাকার বেশি। এই ঘটনা যুক্তরাষ্ট্রের।

টনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মাইকেল ফ্লোর নামে ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৪ মার্চ হাসপাতালে ভর্তি হন। সুস্থ হতে তাকে সেখানে ৬২ দিন কাটাতে হয়।
হাসপাতালে এক পর্যায়ে তিনি এতটাই অসুস্থ হয়ে যান যে নার্স তার সন্তান ও স্ত্রীকে ফোনে শেষ বারের মত বিদায় জানানোর প্রস্তুতি নেন। কিন্তু শেষমেশ তিনি সুস্থ হয়ে গত ৫ মে হাসপাতাল থেকে ছাড়া পান।
মাইকেল ফ্লোর সিয়াটেল টাইমসকে জানান, সুস্থ হয়ে উঠলেও হাসপাতালে ১৮১ পৃষ্ঠায় সাড়ে ৯ কোটি টাকার বেশি বিল এসেছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র।  এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২১ লাখের বেশি মানুষ। মারা গেছে ১ লাখ ১৭ হাজারের বেশি জন। সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৮ লাখ। তবে সুস্থ হতে দেশটির অনেককে গুণতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। 

No comments:

Post a Comment

loading...