Monday, 1 June 2020

ঘূর্ণি ঝড় ধেয়ে আসছে মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা

ওয়েব ডেস্ক ১লা জুন  ২০২০:সুপার সাইক্লোন আম্পানের ক্ষত না শুকাতেই ভারতের দিকে ধেয়ে আসতে নতুন ঘূর্ণিঝড়।  আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই ঘূর্ণিঝড় মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানায়, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৩ জুনের মধ্যে সেই ঝড় গুজরাট-মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, এই ঘূর্ণিঝড়ের সঙ্গে সক্রিয়তা বাড়বে মৌসুমী বায়ুর। ফলে দেশের  দক্ষিণ অংশে আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মে  পশ্চিমবঙ্গে আঘাত হানে আম্পান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ৯৮ জন প্রাণ হারান। 

No comments:

Post a Comment

loading...