Friday, 26 June 2020

ফেয়ার এন্ড লাভলী আর দেখা যাবে না ভারতীয় বাজারে

ওয়েব ডেস্ক ২৬ শে  জুন  ২০২০:এই উপমহাদেশে প্রসাধনী পণ্য তৈরী ও পরিচিতিতে ইউনিলিভারের জুড়ি নেই। এর আগে মূল সংস্থাটির নাম লিভার ব্রাদার্স থেকে পরিবর্তন করে রাখা হয় ইউনিলিভার।
এবার দেশের  বহুল পরিচিত রঙ ফর্সা করা ক্রীম ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ এর নাম পরিবর্তন করা হচ্ছে, ।
দীর্ঘদিন ধরেই এই প্রসাধনী ক্রিম ত্বক ফরসা করার জন্য বিজ্ঞাপন দিত। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। এরপরই এমন সিদ্ধান্ত নেয় সংস্থাটি। ইউনিলিভার সংস্থার পক্ষ থেকে একটি টুইটে ক্রিমের নাম পাল্টানোর কথা জানানো হয়।

উল্লেখ্য, এই সংস্থাই ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ক্রিম প্রস্তুত করে। সংস্থাটি জানিয়েছে, ‘ফেয়ারনেস’, ‘হোয়াইটনিং’, ‘লাইটনিং’ এমন শব্দগুলো তারা সরিয়ে ফেলছে। কারণ সব রকমের ও সব বর্ণের ত্বকের জন্যই সংস্থার ক্রিম উপযুক্ত। তাই কোনো বিশেষ বর্ণের উল্লেখ ক্রিমের গায়ে লেখা থাকবে না।

প্রসঙ্গত, বহুদিন ধরেই এই ক্রিম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে বর্ণবিদ্বেষে ইন্ধন যোগানোর অভিযোগ ওঠে। আর তার জন্য বহু সময়ই জনরোষের শিকার হতে হয় সংস্থাকে। এমন পরিস্থিতিতে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ এর নতুন নামকরণ কী হতে পারে তা নিয়ে জল্পনা চলছে। আর কয়েকদিনের মধ্যেই নাম পাল্টে বাজারে আসতে চলেছে এই পণ্য।

No comments:

Post a Comment

loading...