Saturday, 6 June 2020

সংক্রমনের নিরিখে ইতিমধ্যেই ইতালিকে টপকে ষষ্ঠ স্থান দখল করল ভারত।

ওয়েব ডেস্ক ৬ই   জুন  ২০২০:দেশের প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে হত ২৪ ঘন্টায় ফের রেকর্ড গড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসেি সংক্রমণ মিলেছে ৯ হাজার ৮৮৭ জনের শরীরে। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭। সংক্রমনের নিরিখে ইতিমধ্যেই ইতালিকে টপকে ষষ্ঠ স্থান দখল করল ভারত।
শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা গত সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। শুক্রবার যেখানো ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৮৫১ জন। শনিবার সেই রেকর্ড ভেঙে সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮৫১ জন। যার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। তাঁদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৯৪২ জন মানুষ। করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জন। তবে শুধু আক্রান্ত নয় পঞ্চম দফার লকডাউনে মৃতের সংখ্যাও অনেকটা বেড়েছে। ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মারণ ভাইরাসের বলি হয়েছে ২৯৪ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৪২।
আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ইতালিতে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৫৩১ জন। কিন্তু ভারত সেই সংখ্যাকে টপকে এবার ষষ্ঠ স্থানে পৌঁছে গেল। আক্রান্তের নিরিখে ভারতের আগেই রয়েছে ব্রিটেনের নাম। সেখানে সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৮৮ হাজারের দোরগোড়ায়। তবে আরও আশঙ্কার কথা হল, প্রতিদিন সংক্রমণের নিরিখে বর্তমানে তৃতীয় স্থানে দাঁড়িয়ে ভারত। যা নিঃসন্দেহে দেশের প্রসাসন তথা সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারন হয়ে দাঁড়িয়েছে।

No comments:

Post a Comment

loading...