Sunday, 14 June 2020

চীনে ভয়াবহ বিস্ফোরণ ,হত ১০

ওয়েব ডেস্ক ১৪ই জুন  ২০২০:চীনে করোনার ক্ষত না শুকাতেই ঘটল ভয়াবহ বিস্ফোরণর ঘটনা। চীনের ঝেজিয়াং-এর ইস্টার্ন প্রভিন্সের কাছে এই ঘটনা ঘটেছে।  এত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছে আরও অন্তত ১১৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার চীনের একটি হাইওয়ের উপর একটি তেলের ট্যাংকার বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে।

বিসস্ফোরণের তীব্রতায় কাছে থাকা বাড়ি ও কারখানা ভেঙে গেছে। একাধিক গাড়িতে আগুন ধরে যায় ওই বিস্ফোরণের জেরে।

সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজে দেখা গেছে, চারপাশ ধোঁয়ায় ঢাকা। আগুনের গোলা আকাশে উড়তে দেখা যাচ্ছে। সেগুলো গিয়ে পড়ছে আশেপাশে থাকা বাড়িঘরের ওপর।

No comments:

Post a Comment

loading...