ওয়েব ডেস্ক ২৪শে জুলাই ২০২০:বাংলা সংস্কৃতি জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর।
শুক্রবার সকালে শ্রীনন্দা শঙ্কর ফেসবুক পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবর সামনে আনেন। ‘নাতনি’ জানিয়েছেন, লকডাউনের জন্য মুম্বাই থেকে কলকাতা না আসতে পারার জন্য তিনি মর্মাহত। গতবছর অমলা শঙ্করের শতবছরের জন্মদিন পালনের স্মৃতিও ফেসবুকে সকলের সঙ্গে ভাগ করেছেন শ্রীনন্দা।
অমলা শঙ্করের মৃত্যু নৃত্যের জগতে অসামান্য শূন্যতা তৈরি করল।
বার্ধক্যজনিত নানান সমস্যায় বিগত বস কয়েকদিন ধরেই ভুগছিলেন শিল্পী। এদিন কলকাতাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন অমলা শঙ্কর।
শুক্রবার সকালে শ্রীনন্দা শঙ্কর ফেসবুক পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবর সামনে আনেন। ‘নাতনি’ জানিয়েছেন, লকডাউনের জন্য মুম্বাই থেকে কলকাতা না আসতে পারার জন্য তিনি মর্মাহত। গতবছর অমলা শঙ্করের শতবছরের জন্মদিন পালনের স্মৃতিও ফেসবুকে সকলের সঙ্গে ভাগ করেছেন শ্রীনন্দা।
অমলা শঙ্করের মৃত্যু নৃত্যের জগতে অসামান্য শূন্যতা তৈরি করল।
বার্ধক্যজনিত নানান সমস্যায় বিগত বস কয়েকদিন ধরেই ভুগছিলেন শিল্পী। এদিন কলকাতাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন অমলা শঙ্কর।
No comments:
Post a comment