Thursday, 23 July 2020

করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বমহিমায় ফিরছে ক্রিকেটে

ওয়েব ডেস্ক ২৩ শে জুলাই  ২০২০:করোনা দুর্যোগের মধ্যেই ইংল্যান্ডের মাটিতে ফিরেছে ক্রিকেট। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকদের টেস্ট সিরিজ চলছে। এছাড়াও আগামী মাসে অনুষ্ঠিতব্য সিরিজে অংশ নিতে গত মাসের শেষদিকে সেখানে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলও। সেপ্টেম্বরে দেশটিতে খেলতে আসছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে অজিদের। তবে এই সফরে গিয়ে অস্ট্রেলিয় ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার  গণমাধ্যমগুলো।

পাকিস্তান দল সেখানে পৌঁছে কোয়ারেন্টাইন পালন করছে। সিরিজ শুরুর আগে একই প্রক্রিয়ার মধ্যদিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও। তবে ইংলিশ সরকারের পক্ষ থেকে স্মিথ-ওয়ার্নার-ফিঞ্চদের কোয়ারেন্টিনে থাকার কোনো নির্দেশনা নেই বলে সংবাদে জানা গেছে।

আগামী সেপ্টেম্বরে ৪ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ইংল্যান্ড সফর শুরু করবে অজিরা। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাদের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যে সফরটির জন্য ২৬ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

No comments:

Post a Comment

loading...