ওয়েব ডেস্ক ৩রা জুলাই ২০২০:লাদাখসহ দুই দেশের মধ্যকার সীমান্ত নিয়ে চলমান বিরোধের জেরে চীনা ৫৯ অ্যাপ বন্ধের পর উইবো ছেড়ে দিলেন গতকাল মোদি।
২০১৫ সালে চীনে সফরের সময় সিনা উইবোতে প্রথমবারের মতো পোস্ট করেন। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে মোদী অনিয়মিত ছিলেন। অ্যাকাউন্ট বন্ধ করার আগে প্রায় দুই লাখ ফলোয়ার এবং ১০০টি পোস্ট ছিলো।
অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার বিষয় নিশ্চিত করেছে সিনা উইবো। এর আগে ভারতে সিনা উইবো, বাইটড্যান্ডের টিকটক, উইচ্যাটসহ প্রায় ৫৯টি অ্যাপস ভারতে ব্যবহার নিষিদ্ধ করে মোদি সরকার।
২০১৫ সালে চীনে সফরের সময় সিনা উইবোতে প্রথমবারের মতো পোস্ট করেন। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে মোদী অনিয়মিত ছিলেন। অ্যাকাউন্ট বন্ধ করার আগে প্রায় দুই লাখ ফলোয়ার এবং ১০০টি পোস্ট ছিলো।
অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার বিষয় নিশ্চিত করেছে সিনা উইবো। এর আগে ভারতে সিনা উইবো, বাইটড্যান্ডের টিকটক, উইচ্যাটসহ প্রায় ৫৯টি অ্যাপস ভারতে ব্যবহার নিষিদ্ধ করে মোদি সরকার।
No comments:
Post a Comment