ওয়েব ডেস্ক ২৬শে অগাস্ট ২০২০ : ভারতকে আরো ক্ষুদ্ধ করে নেপালের প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বাধিন সরকার বিহারের কাছে বিতর্তিক ভূখণ্ডে হেলিপ্যাড নির্মাণের পাশাপাশি উত্তরখন্ড সীমান্তের কাছে নো-ম্যানস ল্যান্ডে ৩৬০-ডিগ্রি সিসিটিভি ক্যামেরা বসানো শুরু করেছে।
কর্মকর্তারা জানান, বিহারের পশ্চিম চাম্পারান জেলার সীমান্তে বাল্মিকি বাঘ রিজার্ভের কাছে নেপাল হেলিপ্যাড নির্মাণ করছে। একই সঙ্গে উত্তরখণ্ডের রুদ্রপরাগ জেলার সীমান্তে নোম্যানস ল্যান্ডে সিসিটিটি ক্যামরা বসাচ্ছে।ভারতের দাবি করা কয়েকটি ভূখণ্ডসহ নেপাল নতুন মানচিত্র প্রকাশের পর এবার সীমান্তে এসব তৎপরতা শুরু করেছে। গত মাসে নেপাল পার্লামেন্ট ওই মানচিত্র অনুমোদন করে। এটি এখন দেশের জাতী প্রতীক হিসেবে ব্যবহার করা হবে। এতে বিতর্কিত কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়।
No comments:
Post a Comment