Tuesday, 18 August 2020

সিপিএম সমর্থকেরা দলে দলে তৃণমূলে ঢুকছে

ওয়েব ডেস্ক ১৮ই অগাস্ট ২০২০: বিজেপি, সিপিএম সমর্থক সহ প্রায় ২,০০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করল। বসিরহাট মহকুমার সন্দেশখালি ২ নম্বর ব্লকের কোড়াকাটি, খুলনা, সন্দেশখালি, দূর্গামন্ডপ গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন প্রধান, উপপ্রধান, নেতা-নেত্রী, কর্মী সহ কিছু সিপিএম সমর্থক সহ প্রায় ২,০০০ জন তৃণমূলে কংগ্রেসে যোগদান করে।

ধামাখালিতে তাঁদের হাতে দলের দলীয় পতাকা তুলে দেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক সভাপতি শেখ শাহাজান‌, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা, শিক্ষা কর্মদক্ষ ফিরোজকামাল গাজী, সংখ্যালঘু নেতা সিদ্দিক মোল্লা। এদিন তৃণমূলে যোগদানের পর সদ্য যোগদানকারীরা জানান যে, উন্নয়নের শরিক হতে এবং মানুষকে সঠিক পরিষেবা দিতে এই দলবদল। আগামী ২০২১-এর নির্বাচনে সন্দেশখালি বিধানসভায় জেতার মার্জিন আরও বাড়বে বলে আশাবাদী তৃণমূল।

No comments:

Post a Comment

loading...