ওয়েব ডেস্ক ১৭ ই অগাস্ট ২০২০: করোনা ভাইরাসের জন্য যখন সারা বিশ্বেই মন্দা চলছে ,ভেঙে পড়েছে অর্থনীতি ঠিক সেই সময়েও রাজনীতি করতে ছাড়লেননা ফরওয়ার্ড ব্লকের রতি মহারতিরা ।
বামফ্রন্ট এখন শুধু সাইন বোর্ড হয়ে রয়ে গেছে আর তাদের সাগরেদ ফরওয়ার্ড ব্লক দাবি নিয়ে মাঠে নেমেছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। উদ্দেশ্য একটাই নিজেদের দলটাকে চাঙ্গা করা। পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজ দাবি নিয়েই তাদের লোক দেখানো আন্দোলন শুরু , কেউ কি ভেবে দেখেছে পরিস্থিতি যদি স্বাভাবিকই হত তাহলে রাজ্য সরকারকে ঘটা করে লকডাউন ডাকতে হতো না করোনা ভাইরাসের চেনকে ভাঙতে। তবুও সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কনভেনশন করে ফরওয়ার্ড ব্লক । রবিবার দিনহাটা দুই ব্লকের বড় শাকদলের বালিকা বাজারে দলীয় কার্যালয় এই কনভেনশন অনুষ্ঠিত হয়।
ভিন রাজ্য থেকে ফিরে আসায় শ্রমিকদের নিয়ে এদিনের অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, ফরওয়ার্ড ব্লকের পূর্ব লোকাল সম্পাদক বিকাশ মণ্ডল, সভাপতি মনীন্দ্র নাথ বর্মন, অজয় রায়, মোক্তেদার রহমান, রৌশন হাবিব প্রমুখ।
বিদ্যজনেদের একাংশের মত ফরওয়ার্ড ব্লকের এদিনের দিক্পালরা যদি রুপালি পর্দায় সুযোগ পেতেন তাহলে নিশ্চয়ই উত্তম কুমারকেও হার মানতেন।
No comments:
Post a comment