ওয়েব ডেস্ক ২৬শে অগাস্ট ২০২০::গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) সকালেই রাশিয়ান প্রতিনিধি কেন্দ্র সরকারের সঙ্গে রাশিয়ার কোভিড ভ্যাকসিন স্পুটনিকের তথ্য নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন করেছে।বেশ কয়েক দিন ধরেই মস্কোর ভারতীয় দূতাবাসের তরফে Gamaleya Research Institute ও Russian Defence Ministry -এর সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছিল এই ভ্যাকসিন নিয়ে। চাওয়া হয়েছিল ট্রায়াল ও কার্যকারিতা সংক্রান্ত তথ্য।আইসিএমআর ও বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের তরফেও ভ্যাকসিনটি সম্পর্কে তথ্য চাওয়া হয়। সেই তথ্য এদিন বিনিময় হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত রাশিয়া বেশ কিছুদিন ধরেই দাবি করছিল, যে দেশগুলিকে রাশিয়া ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে তার মধ্যে ভারতও রয়েছে।করোনা ভ্যাকসনি কবে আসছে তাই নিয়ে যখন দুশ্চিন্তায় গোটা বিশ্ব, তখনই বাজিমাত করে রাশিয়া। ১১ অগাস্ট, মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তাঁর স্বাস্থ্যমন্ত্রক এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয় রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই।
No comments:
Post a comment