ওয়েব ডেস্ক ২৭ শে অগাস্ট ২০২০ : প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ আহ্বানে বিরোধীশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে ‘ভার্চুয়াল’ বৈঠক হবে।
বুধবার ক্ষমতাসীন দল বিজেপিকে রুখতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে অনেকের ধারনা। বৈঠকের মূল আলোচ্য– করোনা পরিস্থিতির মধ্যে নিট এবং জেইই পরীক্ষা নেয়ার বিরোধিতা করা। বিরোধীদের নিয়ে এমন বৈঠকের যৌথ আহ্বায়ক হওয়ার জন্য মমতাকে প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সভানেত্রী।সেই আহ্বানে সাড়া দিয়ে মমতার প্রস্তাব, বর্তমান সময়ের জরুরি প্রয়োজন বিবেচনা করে ওই বৈঠকে নিট এবং জেইই-প্রশ্নে আলোচনা হোক, যা মেনে নিয়েছেন সোনিয়া। সোনিয়া-মমতার যৌথ উদ্যোগে এমন বৈঠক সাম্প্রতিককালে প্রথম।
No comments:
Post a Comment