Monday, 10 August 2020

করোনার কবল থেকে বাচঁলেননা প্রণব মুখার্জিও

ওয়েব ডেস্ক ১০ই অগাস্ট ২০২০:করোনা ভাইরাস ( কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন প্রাক্তন  রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।সোমবার (১০ আগস্ট) তিনি নিজেই জানিয়েছেন সে কথা। পাশাপাশি গত এক সপ্তাহে তার সংস্পর্শে আসা সবাইকে অবিলম্বে কোভিড-১৯ পরীক্ষার পরামর্শও দিয়েছেন প্রণব।

প্রণব মুখার্জি তার টুইট বার্তায় লেখে, ‘অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পরে আমার কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সম্পর্শে যারা এসেছিলেন তারা যেন নিভৃতবাসে যান এবং কোভিড-১৯ পরীক্ষা করান।’সূত্রের খবর, বছর ছয়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেয়ার পর থেকেই প্রণব মুখার্জি নিয়মিত চিকিৎসকেদের পর্যবেক্ষণে থাকেন। সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার উদ্দেশ্যেই তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তার করোনা পরীক্ষা হয়েছিল।

সূত্রের খবর অনুসারে , সাবেক রাষ্ট্রপতির টুইটের পরেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তার স্বাস্থ্যের খবর নেয়ার জন্য সক্রিয়তাও শুরু হয়েছে।

No comments:

Post a Comment

loading...