Monday, 17 August 2020

হটাৎ করে অবস্থা অবনতি প্রণব মুখার্জির

ওয়েব ডেস্ক ১৭ ই অগাস্ট ২০২০:  ফের সংকটজনক ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা।ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গত রবিবার থেকেই আর্মি রিসার্চ অ্যান্ড রেফার‍্যাল হাসপাতালে চিকিৎসাধীন প্রণব মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বয়স ৮৪ বয়স। গত সোমবার নিজ বাসভবনে বাথরুমে পড়ে যান তিনি। তারপরেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এদিকে এরপর থেকেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। এর মধ্যে তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

No comments:

Post a Comment

loading...