ওয়েব ডেস্ক ২৫শে সেপ্টেম্বর ২০২০ : বামফ্রন্ট জমানার কিছু বকেয়া টাকা ,যা সেই সময় মাথা খুঁড়েও ঠিকাদারেরা পাননি ,আজ ফিরহাদ হাকিমের জমানাতেও ব্যাপারটা একটুও বদলায়নি। অন্তত এরকমই মনে করেন কিছু পাওনাদারর।
বামফ্রন্ট জমানায় কিছু ঠিকাদারেরা মাল সরবরাহ করেও কোনো এক অজ্ঞাত কারণে তাদের পেমেন্ট আটকে যায়। ঠিকাদারেরা হাই কোর্টে মামলা দায়ের করেও সেই মামলার রায় নিজেদের অনুকূলে পেয়েও তারা এখনো তাদের বকেয়া টাকা পাননি। তাদের আশা ছিল সরকার পরিবর্তন হলে তারা তাদের সরবরাহ করা মালের দাম সম্পূর্ণ পাবে কিন্তু সেটা এখনও হয়নি। পরিষ্কার করে বলাও হচ্ছেনা তাদের ফাইলটা কতদূর এগোলো। আর এদিকে চলে আসছে পুজো। এমন অনেক ঠিকাদারই আশায় বসে ছিল পুজোর আগে তারা হয়তো তাদের বকেয়া টাকা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কাছ থেকে পেয়ে যাবে , কিন্তু ব্যাপারটা বিষবাও জলে দেখে হতাশ হয়ে পড়েছেন। তাদের আশা মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা দেখবেন সহানুভূতির সঙ্গে।
No comments:
Post a Comment