ওয়েব ডেস্ক ২৩ শে সেপ্টেম্বর ২০২০ :বিশ্বজুড়ে ১০০টিরও বেশি কোম্পানি হ্যাক করার অভিযোগে পাঁচ চীনা ও দুই মালয়েশিয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ।২০১৯ সালের থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত দুটি পুথক ঘটনায় ওয়াশিংটন ডিসির ফেডারেল গ্যান্ড জুরি পাঁচজন হ্যাকারের বিরুদ্ধে অভিযোগ আনে যাদের প্রত্যেকেই চীনের নাগরিক। মার্কিন বিচার বিভাগ বলছে, এই হ্যাকরারা চীনের প্রধান গোয়েন্দা সেবার সঙ্গে যুক্ত। মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি, কম্পিউটার হার্ডওয়্যার নির্মাণ কোম্পানি, টেলিযোগাযোগ সরবরাহকারী, সামাজিক যোগাযোগের কোম্পানি, অলাভজনক সংস্থা, বিশ্ববিদ্যালয়সহ ১০০টিরও বেশি কোম্পানি তারা হ্যাক করেছে। পাশাপাশি হংকংয়ের গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ ও কর্মীরা এই হ্যাকারদের শিকারে পরিণত হন।তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্যবহারকারীদের তথ্য চুরি করেছে। এ হ্যাকাররা মূলত বিভিন্ন ভিডিও গেম হ্যাকের মাধ্যমে ডিজিটাল কারেন্সি হাতিয়ে নেয়।
পরে এগুলো টাকার বিনিময়ে বিক্রি করেন আগস্টে একই ফেডারেল গ্র্যান্ড জুরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশে ভিডিও গেম শিল্পকে লক্ষ্য করে হ্যাকিংয়ের জন্য চীনা হ্যাকারদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে দুই মালয়েশিয়ার ব্যবসায়ীর বিরুদ্ধে তৃতীয় অভিযোগ দায়ের করে।মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। চীনা ওই পাঁচ হ্যাকার এখনো পলাতক। এরমধ্যে মালয়েশিয়ার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
No comments:
Post a Comment