ওয়েব ডেস্ক ২১ শে সেপ্টেম্বর ২০২০ : দিলীপ বাবু সুযোগের সদ্ব্যবহার করতে যে ছাড়েননা তার প্রমান আরো একবার পাওয়া গেল। তার চাই একটা ইস্যু। আর ইস্যু পেলে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে হয় তিনি ভালোই জানেন। তার জন্য করদর্য্য ভাষা যদি প্রয়োগও করতে হয় ,পিছপা তিনি হবেননা। প্রসঙ্গত এই রাজ্যে থেকে ৬ জন জঙ্গি গ্রেপ্তারের পর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারকে একহাত নিয়ে বলেছেন, ‘বাংলা ও কেরলে দেশবিরোধী কার্যকলাপ সবচেয়ে বেশি। বাংলা ও কেরল সরকার এই দেশবিরোধী কাজে জঙ্গিদের আশ্রয় ও মদদ দিচ্ছে। এটা এখন রাজ্যের শাসক দলের রেসিপি।’
দিলীপ ঘোষ আরও বলেছেন, বাংলায় মাওবাদী ও জঙ্গি সংগঠনের গতিবিধিকে কাজে লাগিয়ে ভোটে জিততে মরিয়া তৃণমূল সরকার। জাতীয় নিরাপত্তার পরিবর্তে ভোট রাজনীতিকে গুরুত্ব দেওয়ায় এই হাল হয়েছে। আজ মুর্শিদাবাদ জঙ্গিদের আঁতুড় ঘর হয়ে উঠেছে। জঙ্গিদের রুখতে রাজ্য প্রশাসন ব্যর্থ।’দিলীপ ঘোষের উত্তরে তৃণমূল নেতা ও রাজ্যের পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘উত্তর প্রদেশে ৮ জন পুলিশ কর্মীকে গুলি করে মারা হলো। তাহলে ওই রাজ্য কি টেররিস্ট রাজ্য নয়? মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের তো আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল।’বসে নেই এই রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তিনি বলেছেন, ‘এই রাজ্য এখন বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এতে গণতন্ত্র বিপন্ন হতে পারে। এ রাজ্যেতো এখন সরকার ও পুলিশ বিরোধী রাজনৈতিক দলগুলোকে রুখতে ব্যস্ত হয়ে পড়েছে।’
No comments:
Post a Comment