ওয়েব ডেস্ক ১০ই সেপ্টেম্বর ২০২০ :বঙ্গ বিজেপিকে আসন্ন বিধানসভা ভোটে জেতার মন্ত্র বাতলে দিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা । আজ অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতায় বিজেপির নবগঠিত রাজ্য কমিটির বৈঠকে নিজের বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাদের উদ্দেশ্যে নাড্ডা বলেন, “বাংলার ক্ষুদ্র উদ্যোগপতিদের জন্য ব্যবস্থা নিন। ‘আত্মনির্ভর ভারত’কে এগিয়ে নিয়ে যান। এমএসএমই সেক্টরে ঋণ অনুমোদনের উদ্যোগ নিন।” পাশাপাশি রাজ্যের পাটশিল্পকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নিতে অনুরোধ করেন তিনি।
একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘আত্মনির্ভর ভারত’কে এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গের দলীয় নেতাদের কাছেও নিজের অনুরোধ জানান। বঙ্গ বিজেপি নেতাদের উপর সম্পূর্ণ আস্থা রেখে তাঁদের প্রশংসাও করেন তিনি।ঘূর্ণিঝড় আমফানের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের বিজেপি নেতাদের সাধুবাদ দেন নাড্ডা। নিজের বক্তব্যে বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় ১ হাজার কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। বাংলার বিজেপি নেতারা ত্রাণে খুব ভালো কাজ করেছেন। তাঁদের সকলকে আমি সাধুবাদ জানাই।’
No comments:
Post a comment