ওয়েব ডেস্ক ১১ই সেপ্টেম্বর ২০২০ :মোট ১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি খাতে দেওয়ার জন্য ৬১৯৫.০৮ কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার। আর এই বিশাল আর্থিক প্যাকেজ থেকে বাংলার ঘরে ঢুকলো ৪১৭.৭৫ কোটি টাকা। আজ অর্থাৎ শুক্রবার সকালে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
কেন্দ্র–রাজ্য করের টাকা বন্টনের পর বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি হচ্ছে বেশকিছু রাজ্যের। তা কমাতেই পশ্চিমবঙ্গ–সহ ১৪টি রাজ্যকে ৬টি সহজ কিস্তিতে এই টাকা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্র প্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, তামিলনাডু, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং সিকিম। এর মধ্যে সবথেকে বেশি বরাদ্দ করা হয়েছে কেরলকে। তা হল ১২৭৬.৯২ কোটি টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে কিছুটা সুরাহার পথ বাতলাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মলা।
যদিও কেন্দ্রের দেওয়া অনুদানে খুশি নয় রাজ্যগুলি। কারণ, তাদের বক্তব্য, কেন্দ্রের কাছে এর থেকে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। জিএসটি বাবদ ক্ষতিপূরণের বিপুল টাকাও কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গের । বহু বার এ নিয়ে কেন্দ্রের কাছে দরবার করার পর সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ) চিঠিও লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি তিনি এক ভার্চুয়াল বৈঠকে বলেন, ‘জিএসটি খাতেই ক্ষতিপূরণ বাবদ রাজ্য কেন্দ্রের কাছ থেকে এখনও ৪,১৩৫ কোটি টাকা বাংলায় প্রাপ্য।’
No comments:
Post a comment