ওয়েব ডেস্ক ১৯শে সেপ্টেম্বর ২০২০ : পেঁয়াজকাণ্ড নিয়ে এবার বিপাকে পড়েছে কেন্দ্র । সম্প্রতি অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম ঊর্ধ্বমুখী হওয়ার অজুহাত দেখিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে কেন্দ্র । এদিকে রপ্তানি না করায় জোগান বেড়ে যাওয়ায় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
এ ছাড়া ন্যায্যমূল্য না পাওয়ায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিক্ষোভ করেছেন কৃষকরা। একই দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এ ঘটনাকে ভালোভাবে নেয়নি বিভিন্ন দেশ । আনুষ্ঠানিকভাবে নোট দিয়ে প্রতিবাদ জানানো চলছে । ভারতের একমাত্র প্রতিবেশী বাংলাদেশ যার সঙ্গে সুসম্পর্ক রয়েছে আর পেঁয়াজকাণ্ডে সেই সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির জন্যে অনুতপ্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রীও ।
No comments:
Post a comment