ওয়েব ডেস্ক ২৬শে সেপ্টেম্বর ২০২০ : ঠিক কতটা জমি ভারত ছেড়ে দিল চীনের কাছে ? কোনো সদুত্তর নেই কেন্দ্রের কাছে। কেন্দ্র বলছে কূটনৈতিক আলোচনা চলবে আর সেটা চালিয়ে যাবে চীনও। কিন্তু ভারতের জমি যেটা তারা দখল করে রেখেছে সেটা ফেরত দেবে কি ?
সর্বশেষ ভারত চীন সমঝোতা লাদাখ পরিস্থিতিকে মে মাসের আগের অবস্থায় নিয়ে যাবে এমন আশা করছে না ভারত । চীন মনে করে, লাদাখের অবস্থাকে মে মাসের আগের শান্তিপূর্ণ অবস্থা নিতে হলে আরও অনেক আলোচনা-সংলাপের প্রয়োজন রয়েছে।যার মানে তারা সময় নষ্টের দিকে বেশি মনোযোগী। এ কারণেই সমস্যার স্থায়ী সমাধানের আগে পর্যন্ত ভারতও সমঝোতার পরও সামরিক-কূটনৈতিক পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়েছে।
No comments:
Post a comment