ওয়েব ডেস্ক ২৪ শে সেপ্টেম্বর ২০২০ : বীরভূমে বিজেপি কর্মীরা মনোবল হারাচ্ছেন। বলা যায় তৃণমূলকে রাজনৈতিক জমি ছেড়ে দিচ্ছেন এক প্রকার। এই জেলা নেতৃত্বের কথায় সেই বিষয়টিই প্রকট হয়ে উঠছে। ভোটের মুখে এসে এই ভাবে নিজেদের গুটিয়ে নিতে হচ্ছে কেন বিজেপির ?
এই প্রসঙ্গে কথা বলেছিলাম বীরভূম জেলা বিজেপি-র সভাপতি শ্যামাপদ মন্ডলের সঙ্গে। তিনি বললেন, “রাজনীতি করতে এসে রাজনৈতিক কর্মীদের সঙ্গে লড়াই করার অবকাশ নেই এই জেলায়। এখানে লড়তে হচ্ছে পুলিশ প্রশসাসনের সঙ্গে। আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে । আমরা সেটা করে নিজেদের জেলায় প্রতিষ্ঠিত করেছি। এখন তৃণমূল ভয় পেয়ে আমাদের পেছনে পুলিশ, প্রশাসন লেলিয়ে দিচ্ছে। আমাদের নামে খুন, মাদক মামলা দিচ্ছে। এই পরিস্থিতিতে লড়াই করা অসম্ভব হয়ে উঠছে। আমরা কী পুলিশকে গুলি করবো?” তাহলে ভোটে কী ভাবে লড়াই করবেন তৃণমূলের বিরুদ্ধে ” উত্তরে শ্যামাপদ মন্ডল বলেন, “এই পরিস্থিতিতে যতটা সম্ভব ততটাই লড়াই করবো। তাতে যা হওয়ার হবে।” এই কথা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন? উত্তরে শ্যামাপদ মন্ডল বলেন, “রাজ্য নেতৃত্বকে বলে কী হবে? দিলীপ ঘোষ যেখানেই যাচ্ছেন সেখানেই তাঁর নামে একটা করে কেস দিয়ে দিচ্ছে তৃণমূল সরকার। তিনি সেই কেস নিয়ে কলকাতায় ফিরছেন।”
No comments:
Post a comment