ওয়েব ডেস্ক ৯ই সেপ্টেম্বর ২০২০ :লাদাখে গতরাতে প্রচণ্ড গোলাগুলিতে ভারত-চীন দুপক্ষেই উত্তেজনা চরম উত্তেজনা বিরাজ করছে। লাদাখের অন্তর্গত গুরত্বপূর্ণ একটি লোকেশন প্যাংগং লেখ হাতছাড়া হয়ে যাওয়ার কারণে হতাশায় ভুগতে থাকা চীনা সেনাবাহিনী এই গোলাগুলির সূচনা করেছে বলে দাবী করছে একাধিক আন্তর্জাতিক পত্রিকা
তবে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা গুলি ছোঁড়ার অভিযোগও এনেছে চীন। চীনা সেনাবাহিনীকে একহাত দেখে নিতে ভারত ওই অঞ্চলে সাঁজোয়া বাহিনী ও যান নিয়ে গেছে সেই সাথে প্রচুর সেনা নিয়োগ করেছে । ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে গণমাধ্যমকে জানিয়েছেন যে রেচিন লা, রেজাং লা, মুকপুরী ও মগর হিলসের উঁচু এলাকাগুলো ভারতীয় জওয়ানদের দখলে রয়েছে। এই এলাকা দখলে ব্যর্থ চীনা ফৌজ ফিরে যাওয়ার আগে শূন্যে গুলি চালায়। দক্ষিণ প্যাংগংয়ে প্রায় ৭ হাজার ভারতীয় জওয়ান মজুত রয়েছেন। এই লাদাখের গালওয়ান অঞ্চলেই বিগত ১৫ জুনের হাতাহাতি সংঘর্ষের পর থেকেই থেমে থেমে ভারত ও চীনের সেনাবাহিনীর মাঝে এই উত্তেজনা বিরাজ করছে। বেশ কয়েকবার সেনা পর্যায়ে বৈঠক সত্ত্বেও চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) স্থিরতা বজায় রাখছে না। তারা বারবার শান্তি ভঙ্গ করছে বলে দাবী করছে ভারতীয় গণমাধ্য।
No comments:
Post a comment