ওয়েব ডেস্ক ৫ই অক্টোবর ২০২০ : উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণে তরুণীর মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই এবার আরেক কিশোরীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে।
শনিবার উত্তরপ্রদেশের কানপুর দেহাতে একটি ভুট্টা খেত থেকে ওই কিশোরীর টুকরো টুকরো করে কাটা দেহাংশ খুঁজে পাওয়া গেছে জানা গেছে ।
কানপুর দেহাতের পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ দিন ধরে নিখোঁজ ছিল ওই কিশোরী। নিখোঁজের ঘটনায় কিশোরীর পরিবার পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিল।
এর মধ্যেই শনিবার ভোরে গ্রাম থেকে কিছুটা দূরে ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবারের দাবি, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও কানপুর দেহাতের পুলিশ সুপার কেশব কুমার অবশ্য ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।তার মতে, সম্পত্তির জন্যই ওই কিশোরীকে অপহরণ করে তার চাচারা ঠান্ডা মাথায় খুন করে।হাথরাসে গণধর্ষণে এক তরুণীর মৃত্যুর ঘটনা নিয়ে সারা দেশে যখন তোলপাড়, ঠিক তখনই যোগীরাজ্য উত্তরপ্রদেশে এই নারকীয় ঘটনা যোগী প্রশাসনকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
No comments:
Post a comment