About Danik24x7

আমরা আজ থেকে পাঁচ বছর আগেও খবর সাধারণত পড়তাম খবরের কাগজে। পরবর্তীকালে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা কম্পিউটার, ইন্টারনেট ও  মোবাইল পেলাম। ফলত মানুষের খবর পড়ার অভ্যাস পরিবর্তন হলো। এখন মানুষ খবর পড়েন পথে ঘাটে বা অফিসে।সেই চাহিদাকে পূরণের লক্ষ্যে অনেক ওয়েব পোর্টাল এলো। কিন্তু মানুষ প্রকৃত নির্ভিক সত্য কি জানতে পারলেন সেইসব পোর্টালের মাধ্যমে ?? 

আমাদের পূর্ব অভিজ্ঞতায় দেখেছি যে বর্তমান দিনে বিভিন্ন নিউজ পোর্টাল খবরের পরিবেশন করে থাকে। কিন্তু সব থেকে বড়ো কথা হলো খবরের ভিতরের খবরকে অনেক সময় লুকিয়ে দেওয়া হয় ..ফলে পাঠক পাঠিকারা অনেক খবরের থেকে বঞ্চিত হন। সেই পরিপেক্ষিতে মানুষের সামনে সঠিক খবর ও তার বিশ্লেষণ তুলে ধরার জন্যই  দৈনিক ২৪x৭ ওয়েব পোর্টালটির তৈরী করা হয়।

 দৈনিক ২৪x৭ একটি নির্ভিক তথ্য ভিত্তিক খবরের ওয়েব সাইট। আমাদের এই ওয়েব পোর্টালটির মূল বিশেষত্ব গুলি হলো :-

১) শোষিত, নিপীড়িত মানুষের খবর জনগণের সামনে তুলে ধরা।
২) শুধু দেশ বা রাজ্যে সীমাবদ্ধ না থেকে পৃথিবীতে ঘটে চলা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কে তুলে ধরা।
৩) খবরের নিরপেক্ষ বিশ্লেষণ করা।
৪)শুধু তাই নয় পাঠক পাঠিকারা অনেক সময় তাদের নিজ এলাকার খবর জনগণের সামনে তুলে ধরতে চান।খবরের সত্যতা থাকলে আমরা সেই বিষয়ে তাদের সাহায্য করে থাকি।

যেকোনো সমালোচনা ও উপদেশ স্বাগত। আশা করবো আমাদের এই উদ্যোগ আপনাদের অবশ্যই ভালো লাগবে ও ভবিষ্যতে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলবো।         

No comments:

Post a Comment

loading...